পুতিন নারী হলে ইউক্রেনে আগ্রাসন চালাতেন না : জনসন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি নারী হতেন, তাহলে ইউক্রেনে আগ্রাসন চালাতেন বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জার্মানিতে জি৭ জোটের বৈঠক শেষে জার্মানির জেডডিএফ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বরিস জনসন।
ইউক্রেন আগ্রাসনকে রুশ প্রেসিডেন্ট পুতিনের ‘বিষাক্ত পুরুষতান্ত্রিকতার জ্বলন্ত উদাহরণ’ হিসেবে আখ্যায়িত করেন বরিস জনসন।
সাক্ষাৎকারে লিঙ্গ সমতা ও নারী শিক্ষার গুরুত্ব নিয়ে আলাপকালে জনসন বলেন, ‘ক্ষমতাধর পদে নারীর অংশগ্রহণ বাড়ানোর’ আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘পুতিন যদি নারী হতেন, নিশ্চিতভাবেই তিনি তা নন, কিন্তু সেটি হলে আমি মনে করি না তিনি এমন প্রাণঘাতী যুদ্ধে জড়াতেন বা যেমন আগ্রাসন সংঘাত ঘটিয়ে চলেছেন তা করতেন।’
বরিস জনসন বলেন, ‘আপনি যদি বিষাক্ত পুরুষতান্ত্রিকতার জ্বলন্ত উদাহরণ দেখতে চান, তাহলে ইউক্রেনে তিনি (ভ্লাদিমির পুতিন) যা করছেন সেটি একদম তাই।’