নিউ হ্যাম্পশায়ারে জয় পেলেন বার্নি স্যান্ডার্স

চলতি বছর অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে অনুষ্ঠিত প্রাইমারি ভোটে ডেমোক্র্যাট দলের মনোনয়নপ্রত্যাশী সিনেটর বার্নি স্যান্ডার্স বিজয়ী হয়েছেন।
বামপন্থী সিনেটর স্যান্ডার্সের কাছে হেরে গেছেন সাবেক মেয়র মধ্যপন্থী পিট বাটিগিগ। বিজয়ী বার্নি স্যান্ডার্স রাতটিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় ‘শেষের শুরু’ বলে ঘোষণা দেন। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হবে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ভোটাভুটির পর ভোট গণনা শুরু হলে এগিয়ে থাকেন প্রবীণ প্রগতিশীল রাজনীতিক স্যান্ডার্স। দ্বিতীয় অবস্থানে ছিলেন ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সাবেক মেয়র পিট বাটিগিগ। তৃতীয় অবস্থানে ছিলেন মিনেসোটার সিনেটর অ্যামি ক্লোবুচার।
এর আগের সপ্তাহে আইওয়া ককাসের নির্বাচনে বাটিগিগ প্রথম এবং স্যান্ডার্স দ্বিতীয় স্থান লাভ করেন। নিউ হ্যাম্পশায়ারের জয়ী হওয়ায় বার্নি স্যান্ডার্সকে আগামী ৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী বলে বিবেচনা করা হচ্ছে।