ছয় সন্তানসহ আগুনে পুড়ে ছাই মা

যুক্তরাষ্ট্রের মিসিসিপি এলাকায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে একই পরিবারের মা ও তাঁর ছয় সন্তানের মৃত্যু হয়েছে।
সংবাদমাধ্যমটির ইউএসএ টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর ঘটনাটি ঘটেছে মিসিসিপির ক্লিনটন শহরের একটি বাড়িতে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শহরটির মুখপাত্র মার্ক জোনস বলেছেন, অগ্নিকাণ্ডের সময় বাড়ির ভেতরে ওই পরিবারের মোট আটজন সদস্য উপস্থিত ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় বেঁচে গেছেন ওই ছয় সন্তানের বাবা।
স্ত্রী ও সন্তানদের বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্লিনটনের ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত প্রধান জন আলমান বলেছেন, ওই বাড়ির অবস্থান প্রাদেশিক রাজধানী জ্যাকসন থেকে ১১ মাইল দূরে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।