করোনা : বড়দিনের ছুটিতে ইতালিতে নিষেধাজ্ঞা জারি

বড়দিনের ছুটিতে করোনা সংক্রমণ বাড়তে পারে এমন আশঙ্কায় ইতালির এক শহর থেকে আরেক শহরে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। আগামী ২১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, আগামী ২১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এক শহর থেকে আরেক শহরে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে বৃহস্পতিবার বাতে এক আদেশে স্বাক্ষর করেছেন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপে কন্টে।
প্রতিবেদনে বলা হয়, বড়দিন (ক্রিসমাস ডে), বক্সিং ডে এবং (নিউ ইয়ার্স ডে) ইংরেজি নববর্ষের দিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে স্বাস্থ্য ও জরুরি কাজের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
এই নিষেধাজ্ঞা জারি করে প্রধানমন্ত্রী জিউসেপে কন্টে বলেন, ‘আমাদের ভালোবাসার মানুষদের রক্ষা করার জন্য এটি একটি প্রয়োজনীয় সতর্কতা।’
ইতালিতে বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ ৯৯৩ জনের মৃত্যুর পর এই ঘোষণা দিল দেশটি।
দেশটিতে এখন পর্যন্ত ৫৮ হাজারের বেশি মানুষ মারা গেছে। আক্রান্ত হয়েছে ১৬ লাখের বেশি মানুষ।