করোনা কাড়ল শব্দশিল্পী জুলির প্রাণ

কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে স্বাস্থ্যগত জটিলতায় মারা গেছেন বর্ষীয়ান শব্দ-অভিনেতা জুলি বেনেট (৮৮)। গত মঙ্গলবার মারা যান ‘দ্য যোগী বিয়ার শো’খ্যাত এই শব্দাভিনয়শিল্পী।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জুলি বেনেটের মুখপাত্র মার্ক স্ক্রগস ফক্স নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। ‘দ্য যোগী বিয়ার শো’-তে সিন্ডি বিয়ারের চরিত্রে কণ্ঠ দিয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন জুলি। স্ক্রগসের ভাষ্য অনুযায়ী, গত সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হন জুলি। এরপর তিনি লস অ্যাঞ্জেলেসের সিডারস-সিনাই মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন।
জুলি বেনেট তাঁর কণ্ঠ-সম্পর্কিত কাজের জন্য প্রধানত বিখ্যাত। সম্প্রতি তিনি ‘স্পাইডার-ম্যান : দ্য অ্যানিমেটেড সিরিজ’ ও ‘গারফিল্ড অ্যান্ড ফ্রেন্ডস’-এ কণ্ঠ দিয়েছেন।
নেদারল্যান্ডসভিত্তিক সংবাদমাধ্যম বিএনও নিউজের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাস আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত ৫৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখের বেশি।