ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক পদক্ষেপ নিয়ন্ত্রণে নিম্নকক্ষে ভোটাভুটি আজ

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপ নিয়ন্ত্রণ করতে আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটাভুটি হবে। ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানি গত শুক্রবার (৩ জানুয়ারি) মার্কিন হামলায় নিহত হওয়ার পর থেকেই ট্রাম্প প্রশাসনের তুমুল সমালোচনা করছে ডেমোক্র্যাটরা।
মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি গতকাল বুধবার এক বিবৃতিতে ভোটাভুটির ঘোষণা দেন। গত সপ্তাহের মার্কিন ড্রোন হামলায় জেনারেল কাসেম সোলেইমানির হত্যাকে পেলোসি তাঁর বিবৃতিতে ‘উসকানিমূলক ও অবিমৃষ্যতা’ বলে উল্লেখ করেন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ খবর জানিয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার জবাবে ইরান ইরাকে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর পরই ন্যান্সি পেলোসি ট্রাম্পের ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ন্ত্রণের জন্য ভোটাভুটির ঘোষণা দিলেন। মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য এলিসা স্লটকিনের নেতৃত্বে ওই প্রস্তাবটি উত্থাপন করা হবে।
ন্যান্সি পেলোসি বিবৃতিতে বলেন, ‘ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড আমাদের সরকারি কর্মকর্তা-কর্মচারী, কূটনীতিক এবং অন্যদের বিপদের মুখে ফেলেছে।’
এদিকে ইরাকে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। স্থানীয় সময় গতকাল বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার ইরানের তিনটি স্থান থেকে ইরাকে ১৬টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে তাঁবু, বিমান চলাচলের পথ, গাড়ি পার্কের স্থান ও একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলেও জানান মার্ক এসপার।