অস্ট্রিয়ার ব্যারাকে গুলি, এক সৈন্য নিহত
অস্ট্রিয়ার উইনার নিউস্টাড শহরের একটি এয়ারফিল্ড ব্যারাকে গোলাগুলিতে এক সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আরেক সেনা আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।
অস্ট্রিয়ান বার্তা সংস্থা এপিএ জানিয়েছে, নিজেদের মধ্যে কাটা কাটাকাটির একপর্যায়ে প্রহরীর দায়িত্বে থাকা এক সৈনিক গুলি চালালে সেখানে উপস্থিত উচ্চপদস্থ এক সামরিক কর্মকর্তা তাঁকে গুলি করেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মাইকেল বাউয়ার এক টুইটে উল্লেখ করেন, ‘এয়ারফিল্ড ব্যারাকে আজ শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৭টার কিছু আগে গোলাগুলিতে একজন সৈনিক নিহত ও আরেকজন সৈন্য আহত হন।’
অস্ট্রিয়ান সম্প্রচারমাধ্যম ওআরএফ জানিয়েছে, ভিয়েনা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণের শহরে এই ঘটনা ঘটে। নিহত গার্ডের বয়স ২০ বছর এবং তিনি লোয়ার অস্ট্রিয়া প্রদেশের বাসিন্দা ছিলেন।