মুস্তাফিজের চলে যাওয়ার খবরে মন খারাপ চেন্নাইয়ের

Looks like you've blocked notifications!
মুস্তাফিজুর রহমান। ছবি : বিসিসিআই

মে মাসের শুরুতে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ থাকায় আইপিএলের পুরো আসরে খেলা হচ্ছে না পেসার মুস্তাফিজুর রহমানের। চেন্নাই সুপার কিংসের দশম ম্যাচ পর্যন্ত খেলার সুযোগ পাবেন এই বাঁহাতি পেসার। মাঝপথে মুস্তাফিজের বিদায় নেওয়াটা দুঃখজনক বলে মনে করেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসি।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) ঘরের মাঠে লখনৌ সুপার জায়ান্টসকে আতিথ্য দেবে চেন্নাই। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মুস্তাফিজ প্রসঙ্গে কথা বলেন হাসি। মুস্তাফিজের বিদায়ে চেন্নাইয়ের খারাপ লাগবে জানিয়ে হাসি বলেন, ‘মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত স্লোয়ার আছে, যেটা বোঝা কঠিন, বিশেষ করে চেন্নাইয়ে সে দারুণ করে। তবে, সে বাংলাদেশে ফিরে গেলে আমাদের খারাপ লাগবে, কিন্তু ওর দেশ ওকে ডাকছে। মুস্তাফিজ যত দিন থাকতে পারে, তত দিনই ধরে রাখতে চাই। আমরা ওর পারফরম্যান্সে সন্তুষ্ট’।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনূস জানিয়েছেন, শুধু জিম্বাবুয়ে সিরিজ নয় বিশ্বকাপের কথা মাথায় নিয়েই মুস্তাফিজকে ফিট ও সতেজ রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আইপিএলের ছন্দ বিশ্বকাপের মঞ্চেও ধরে রাখবেন মুস্তাফিজ, এমনটাই প্রত্যাশা ক্রিকেট সংশ্লিষ্টদের।

মুস্তাফিজকে আগামী ১ মে পর্যন্ত আইপিএল খেলার অনুমতি দিয়েছে বিসিবি। আগামী ২৮ এপ্রিল ও ১ মে যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ এবং পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। ঘরের মাঠে হওয়ায় সেই দুই ম্যাচেও একাদশে দেখা যেতে পারে তাকে।

এবারের আসরে এখন পর্যন্ত মোট ছয় ম্যাচে মাঠে নেমেছেন মুস্তাফিজ। ২০.৫৪ গড় আর ৯.৪১ ইকোনমিতে বোলিং করে তুলে নিয়েছেন ১১ উইকেট। আর মুস্তাফিজের দল চেন্নাই সাত ম্যাচর চারটিতে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে।