ভারতের কোচ হচ্ছেন জয়াবর্ধনে?

Looks like you've blocked notifications!

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেই রবি শাস্ত্রীর শেষ অ্যাসাইনমেন্ট। ভারতের প্রধান কোচের পদে তাঁর চুক্তি আর নবায়ন হচ্ছে না। এর পরই নতুন ইউনিট দেখা যেতে পারে ভারতীয় দলের সঙ্গে। তাই এখন আলোচনা শুরু হয়ে গেছে কে হচ্ছেন ভারতীয় দলের পরবর্তী কোচ?

গত ১৬ জুলাই বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয় জাতীয় দলের জন্য নতুন কোচিং স্টাফ নিয়োগ দেবে তারা।   প্রধান কোচের পাশাপাশি ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং কোচ নেওয়া হবে।

তাই এখন আলোচনা শুরু হয়ে গেছে এই মুহূর্তে কোহলিদের কোচ হওয়ার প্রতিযোগিতায় রয়েছেন কারা? শোনা যাচ্ছে ভারতীয় দলের সাবেক কোচ গ্যারি কারস্টেন, মাহেলা জয়াবর্ধনে ও টম মুডির নাম শোনা যাচ্ছে। এই তিন জন ছাড়াও আরো দুজনের নাম আলোচনায় এসেছে। তাঁরা হলেন বীরেন্দর শেবাগ ও সাইমন ক্যাটিচ। কপিল দেবের নেতৃত্বে ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি সিদ্ধান্ত নেবে কারা এই পদে নিয়োগ দেবেন।

কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার জয়াবর্ধনে। ক্রিকেটার হিসেবে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার বাকি সবার চেয়ে অনেকটাই এগিয়ে। ২০ হাজারের ওপর আন্তর্জাতিক রান রয়েছে মাহেলার।

সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক ২০১৫ সালে ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন। সেই সময় ইংল্যান্ড সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে গিয়েছিল। এরপর ২০১৭ সালে মুম্বই ইন্ডিয়ানসের প্রধান কোচ হিসেবে যোগ দেন। তাঁর কোচিংয়েই রোহিত শর্মার দল শেষ তিনবারের মধ্যে দুবার আইপিএল জিতেছে। অবশ্য সদ্য সমাপ্ত বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার মেন্টর হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

এরপর আসছে কারস্টেনের নাম। গ্রেগ চ্যাপেলের বিতর্কিত অধ্যায় শেষে ভারতের নতুন দিগন্তের সূচনা হয়েছিল সাবেক প্রোটিয়া ক্রিকেটারের হাত ধরে। ২০০৮-২০১১ পর্যন্ত ভারতের কোচ ছিলেন তিনি। কারস্টেনের কোচিংয়ে ভারত ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ জেতার পাশাপাশি একাধিক ট্রফি জেতে। এরপর ভারতের কোচের পদ থেকে সরে এসে দুই বছর দক্ষিণ আফ্রিকার কোচ ছিলেন। এরপর ২০১৪-১৫ মৌসুমে দিল্লি ডেয়ারডেভিলস এবং গত দুই মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ হিসেবে কাজ করেন।

সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার টম মুডি ২০০৫ সাল ভারতের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। কিন্তু গ্রেগ চ্যাপেলকে সৌরভ গঙ্গোপাধ্য়ায়দের মাথায় এনে বসায় বিসিসিআই। মুডি  প্রধান কোচ হিসেবে ২০০৭ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপের ফাইনালে তুলেছিল। সেবার অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল শ্রীলঙ্কাকে। পরে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও বিগ ব্যাশে কোচিং করান মুডি। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব ও সানরাইজার্স হায়দরাবাদের কোচিংও করান তিনি। তিনিও কোচ হওয়ার দৌঁড়ে আছেন।