উইম্বলডন জয়ের পর

ঘাস খেতে এত স্বাদ, আগে কখনো লাগেনি : জকোভিচ

Looks like you've blocked notifications!

দুই ম্যাচ পয়েন্ট রক্ষা করে গত রোববার ক্যারিয়ারের পঞ্চম উইম্বলডন ও ১৬তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয় করেন টেনিস তারকা নোভাক জকোভিচ। উইম্বলডনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা ফাইনালে আরেক টেনিস তারকা রজার ফেদেরারকে পরাজিত করে শিরোপা জয় করেন সার্বিয়ান তারকা জকোভিচ।

উত্তেজনাকর ফাইনালে ৩৭ বছর বয়সী ফেদেরারকে ৭-৬ (৭/৫), ১-৬, ৭-৬ (৭/৪), ৪-৬, ১৩-১২ (৭/৩) গেমে পরাজিত করে পঞ্চম শিরোপা ঘরে তোলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় জকোভিচ।

চার ঘণ্টা ৫৭ মিনিট দীর্ঘ উইম্বলডন ফাইনালে প্রথমবারের মতো শেষ সেট টাইব্রেকে নিষ্পত্তি হয়েছে। উইম্বলডনের ৭১ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ম্যাচ পয়েন্ট রক্ষা করে চ্যাম্পিয়ন হন জকোভিচ। এই শিরোপা জিতে সাবেক টেনিস তারকা বিওন বর্গের পাঁচ উইম্বলডন শিরোপার মাইলফলক স্পর্শ করলেন জকোভিচ।

ম্যাচ শেষে জকোভিচ বলেন, ‘সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় রজারের বিপক্ষে ক্যারিয়ারের আমার অন্যতম স্মরণীয় ম্যাচ এটি। রজারকে আমি খুব শ্রদ্ধা করি। দুর্ভাগ্যবশত এ ধরনের ম্যাচে কোনো একজনকে পরাজিত হতে হয়। দুটি ম্যাচ পয়েন্ট পিছিয়ে থেকে শেষ পর্যন্ত ফিরে আসাটা অবিশ্বাস্য।’

উইম্বলডন জয়ের পর গতকাল মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে কাপ হাতে ছবি পোস্ট করে জকোভিচ লেখেন, ‘এটি ছিল চিরদিন মনে রাখার মতো একটি ম্যাচ। এমন একটি ম্যাচ, যেখানে সবকিছু ছিল। (এটা) এমন ম্যাচ, যা আমাদের খেলাটিকেই ছাপিয়ে গেছে।’

জকোভিচ আরো লেখেন, ‘এমন ম্যাচের অংশ হতে পেরে চিরকৃতজ্ঞ বোধ করছি। অসামান্য এক লড়াইয়ের জন্য রজারের প্রতি রইল বিপুল শ্রদ্ধা। গত ১২ মাসের টেনিসযাত্রা বেশ উপভোগ করেছি। চোট থেকে ফিরে এসে গ্র্যান্ড স্ল্যামে প্রতিদ্বন্দ্বিতা করার মতো টেনিস খেলার চেষ্টা করে গেছি।’

ম্যাচ জয়ের পরে সার্বিয়ান এই তারকা কোর্টে ঝুঁকে পড়ে কয়েকটি ঘাস চিবিয়ে কোর্ট থেকে বেরিয়ে আসেন।

৩২ বছর বয়সী জকোভিচ ইনস্টাগ্রাম পোস্টে আরো লেখেন, ‘আত্মবিশ্বাস, দৃঢ়প্রত্যয়, একাগ্রতা এবং আমার কাছের মানুষদের বড় ধরনের সমর্থনই আজ আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। আমি সৌভাগ্যবান এবং সেটা আমি জানি।’

ফেদেরারের রেকর্ড ২০ গ্র্যান্ড স্ল্যামের চেয়ে জকোভিচ মাত্র চারটি শিরোপা দূরে রয়েছেন। সুইস তারকা ফেদেরারের পাঁচ বছরের ছোট জকোভিচের সামনে নিশ্চিত সুযোগ আছে এই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার। তবে জকোভিচের আগে রয়েছেন রাফায়েল নাদাল। ১৮টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন নাদাল।

উইম্বলডনে ইতিহাস রচনা করা এবং টেনিস কোর্টে কিংবদন্তিদের মোকাবিলা করায় তিনি গর্বিত—এ কথা জানিয়ে জকোভিচ জানান, এমন স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকতে চান ভবিষ্যতেও।

সেইসঙ্গে জকোভিচ কৌতুকচ্ছলে লেখেন, ‘ঘাস খেতে এত স্বাদ, আগে কখনো লাগেনি।’