ঢেকে ফেলা হয়েছে ইমরানের ছবি

Looks like you've blocked notifications!

গত বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় জওয়ানদের মৃত্যুর ঘটনার প্রতিবাদেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি ঢেকে ফেলেছে ভারতের মর্যাদাপূর্ণ ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া (সিসিআই)। সিসিআই ক্লাবে এবং তাদের রেস্তোরাঁজুড়ে রয়েছে বিভিন্ন দেশের কিংবদন্তি ক্রিকেটারদের প্রতিকৃতি। সেখানে ছিল ইমরানেরও ছবি। জঙ্গি হামলার পরই ইমরানের ছবি ঢেকে ফেলেছে সিসিআই। মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে সিসিআইর কার্যালয়। সিসিআইর প্রেসিডেন্ট প্রেমাল উদানি বলেন, ‘কাশ্মীরের ঘটনার পরিপ্রেক্ষিতে ইমরানের ছবি ঢেকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পরই পাকিস্তানের ঘাঁটি গাড়া সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মোহাম্মদ ঘটনায় দায় স্বীকার করে। এরপরই ভারতীয় গোয়েন্দা সংস্থা জানায়, ইমরান প্রধানমন্ত্রী হওয়ার পরেই পাকিস্তানে এই জঙ্গি সংগঠনের উৎপত্তি হয়।

ব্রাবোর্ন স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দুটি টেস্ট খেলেছিলেন ইমরান। ১৯৮৭ সালে একটি প্রদর্শনী ম্যাচও ছিল। আর ১৯৮৯ সালে নেহরু কাপের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ইমরানের নেতৃত্বাধীন পাকিস্তান। এ ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিলেন ইমরান। তাই সিসিআইতে ছিল ইমরানের ছবি।

ইমরানের ছবি কেন সরিয়ে ফেলা হয়েছে—এ ব্যাপারে উদানি বলেন, ‘সিসিআই স্পোর্টস ক্লাব। এখানে সব দেশের অতীত ও বর্তমানের বিখ্যাত ক্রিকেটারদের ছবি আছে। তবু কাশ্মীরের ঘটনা বিব্রত করেছে সকলকে। তাই এটি আমাদের একরকম প্রতিবাদ।’