১৬ শতাংশ কমে ওয়েস্টার্ন মেরিন পতনের শীর্ষে
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুর্বল বা ‘বি’ ক্যাটাগরির ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের গত সপ্তাহে (রোববার থেকে বৃহস্পতিবার) শেয়ার প্রতি দর কমছে ১৫ দশমিক ৭৬ শতাংশ। এতে সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার লুজারের শীর্ষে উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ারের সমাপনী দর দাঁড়ায় ১৩ টাকা ৯০ পয়সা। যা আগের সপ্তাহে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ১৬ টাকা ৫০ পয়সা। এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার প্রতি দর কমেছে দুই টাকা ৬০ পয়সা বা ১৫ দশমিক ৭৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৫৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় লেনদেন ছিল ১১ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা।
তথ্যমতে, ২০২২-২০২৩ অর্থবছরের সমাপ্ত আর্থিক প্রতিবেদনে (জুলাই-জুন) লোকসানে থাকায় কোম্পানিটি বিনিয়োগকারীদের নো ডিভিডেন্ড দিয়েছিল। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ছয় পয়সা। আগের ২০২১-২০২২ অর্থবছরে (জুলাই-জুন) শেয়ার প্রতি লোকসান ছিল পাঁচ পয়সা। সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ হয়েছিল ৭৮ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ৪৪ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ৮৮ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছিল ২১ টাকা আট পয়সা।
২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২৩৫ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা। শেয়ার সংখ্যা ২৩ কোটি ৫২ লাখ তিন হাজার ৭৬৯টি। রিজার্ভে রয়েছে ১৫৯ কোটি সাত লাখ টাকা। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা ৩০ দশমিক শূন্য এক শতাংশ শেয়ার ধারণ করেছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালকরা ১৫ দশমিক ৯৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৫৪ দশমিক শূন্য চার শতাংশ শেয়ার ধারণ করেছে।
গেল সপ্তায় দর কমার তালিকায় শীর্ষ দ্বিতীয়তে এসেছে ‘এ’ ক্যাটাগরির রিং শাইন টেক্সটাইলস। কোম্পানিটির শেয়ারটির দর কমেছে ১৩ দশমিক ১৬ শতাংশ। তালিকায় অন্য কোম্পানিগুলোর মধ্যে শ্যামপুর সুগারের (‘জেড’ ক্যাটাগরি) ১২ দশমিক ৭৫ শতাংশ, ইয়াকিন পলিমারের (‘বি’ ক্যাটাগরি) ১২ দশমিক ৪৬ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের (‘বি’ ক্যাটাগরি) ১২ দশমিক ৪৪ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের (‘বি’ ক্যাটাগরি) ১২ দশমিক ২৬ শতাংশ, নূরানি ডায়িংয়ের (‘জেড’ ক্যাটাগরি) ১১ দশমিক ৭৬ শতাংশ, ইভেন্স টেক্সটাইলসের (‘বি’ ক্যাটাগরি) ১১ দশমিক ৪৮ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের (‘এ’ ক্যাটাগরি) ১১ দশমিক ২৭ শতাংশ এবং রূপালী ব্যাংকের (‘বি’ ক্যাটাগরি) ১১ দশমিক ২৪ শতাংশের দর পতন হয়।