সাধারণ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিবে সমতা লেদার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘বি’ ক্যাটাগরির সমতা লেদার কমপ্লেক্সের ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে (জুলাই-জুন) মুনাফায় ফিরেছে। এতে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য শেয়ার প্রতি ৪ পয়সা বা দশমিক ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডাররা এই লভ্যাংশ পাবে। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ পয়সা। আগের ২০২১-২০২২ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৬ পয়সা। সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) রয়েছে নেগেটিভ ৭ পয়সা। আগের অর্থবছরের এনওসিএফপিএস ছিল ৯ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩৪ পয়সা। আগের অর্থবছরে এনএভিপিএস ছিল ১৪ টাকা ৩০ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে শুরু হবে আগামী ৩১ ডিসেম্বর, বেলা ১১টায়। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ডিসেম্বর।
উল্লেখ্য, ১৯৯৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় সমতা লেদার কমপ্লেক্স। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১০ কোটি ৩২ লাখ টাকা। শেয়ার সংখ্যা ১ কোটি ৩ লাখ ২০ হাজার। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা ৩৩ দশমিক ৮৭ শতাংশ শেয়ার ধারণ করেছে। এছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালক ৪ দশমিক ২২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৬১ দশমিক ৯১ শতাংশ শেয়ার ধারণ করেছে। আজ বৃহস্পতিবার লেনদেন শুরুতে কোম্পানিটির শেয়ার প্রতি দর ছিল ৬২ টাকা।