Beta

রম্য

ঘুম রঙ্গ

১৮ মার্চ ২০১৯, ১৩:০৬

রফিকুল ইসলাম কামাল

ঘুম ছাড়া লাইফ তো অচলই, জীবনও চলে না। প্রাত্যহিক অনুষঙ্গ ঘুমকে ঘিরেই এই লেখা।

বস : মন্টু সাহেব, আপনি তো অফিসে এসে শুধুই ঘুমান।

কর্মচারী : না স্যার, মাঝেমধ্যে আপনি দেখে ফেলায় জেগে উঠতে হয়।

লাল্টু : তুই কি এমন কাজ চোখ বন্ধ করে করিস, যেটা আমি চোখ খোলা রেখে করতে পারব না?

নান্টু : চোখ খোলা রেখে ঘুমাতে পারবি?

প্রথম ব্যক্তি : দুনিয়ায় একটিমাত্র কাজ আছে, যেটি আপনি চোখ খোলা রেখে করতে পারবেন না।

দ্বিতীয় ব্যক্তি : কী সেটা?

প্রথম ব্যক্তি : ঘুম।

ডাক্তার : আপনার সমস্যাটা খুলে বলুন?

রোগী : সমস্যা জটিল ডাক্তার সাব, ঘুমাইলে চোখে দেখি না।

প্রথম বন্ধু : ঘুমের কারণে তোর চাকরি চলে গেছে?

দ্বিতীয় বন্ধু : হ্যাঁ রে, ঘুমটা যে অফিসে দিয়েছিলাম।

প্রথম ব্যক্তি : ‘ঘুমদিন’ আবার কী?

দ্বিতীয় ব্যক্তি : যেদিন অফিস বন্ধ থাকে আর সকালে ঘুম থেকে উঠতে হয় না।

Advertisement