আপনার জিজ্ঞাসা
নামাজের সময় সামনে আয়না থাকলে কি ক্ষতি হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৮৫তম পর্বে আয়শা খাতুন জানতে চেয়েছেন, নামাজের সময় সামনে আয়না থাকলে কি কোনো ক্ষতি হবে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : নামাজের সময় সামনে আয়না থাকলে কি কোনো ক্ষতি হবে?
উত্তর : নামাজের সামনে আয়না কিংবা ড্রেসিং টেবিল থাকলে নামাজের ক্ষতি হবে কেন? এখানে ক্ষতি হওয়ার প্রশ্নই আসে না। নামাজের সময় আপনার দৃষ্টি থাকবে তো সিজদার দিকে। এখানে দৃষ্টি তো আপনার আয়নায় থাকবে না। তাহলে আয়না থাকলে তো কোনো সমস্যা নেই। শুধু আয়না কেন কোনো কিছুই সামনে থাকলে নামাজের ক্ষতি হবে না। কারণ নামাজে আপনি আপনার দৃষ্টিকে সীমাবদ্ধ রাখবেন সিজদার মধ্যে। সিজদার জায়গা থেকে একটুও সরবে না। এটাই নিয়ম। নামাজের সঠিক নিয়মগুলো জানা আমাদের জরুরি।