আপনার জিজ্ঞাসা
মাজারে সেজদা করা কি জায়েজ?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৯০৬ তম পর্বে মাজারের কবরে সেজদা করা জায়েজ কি না, সে সম্পর্কে ই-মেইলে জানতে চেয়েছেন সাজিম খান। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আমি অনেক লোককে দেখি, মাজারে গিয়ে কবরে সেজদা দিতে। এই কবরে সেজদা দেওয়া কি জায়েজ?
উত্তর : প্রশ্নই আসে না। সেজদা তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।
আল্লাহ তায়ালা বলেছেন, ‘তোমরা রুকু করো এবং সেজদা করো’। সেজদা তো আল্লাহ তায়ালার জন্য। সুতরাং এই সেজদা যদি কেউ কবরে দিয়ে থাকে তাহলে সে আল্লাহ রাব্বুল আলামীনের হকটুকু নষ্ট করল।
তাই, এ কাজ মোটেও জায়েজ নয়; বরং এ কাজ শিরকী কাজ। কেউ যদি করে থাকে তাহলে সে শিরকে লিপ্ত হলো। কারণ সেজদা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।