আপনার জিজ্ঞাসা
কাজা নামাজে কি সওয়াব পাওয়া যায়?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
বিশেষ আপনার জিজ্ঞাসার ৪৮৫তম পর্বে কাজা নামাজ পড়লে কী রকম সওয়াব পাওয়া যায়, সে সম্পর্কে রাজধানীর যাত্রাবাড়ী থেকে টেলিফোনে জানতে চেয়েছেন সাদিক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : অনেক সময় বিভিন্ন ওজরের কারণে কাজা নামাজ পড়া হয়। আমি জানতে চাচ্ছি, এই কাজা নামাজের সওয়াবটা আমরা কি রকম পাব?
উত্তর : কাজা বলতে কোনো সালাত নেই। আসলে এ বিষয়গুলো আমাদের জেনে নিতে হবে। ইসলাম সম্পর্কে আমরা যদি না জেনে কাজ করে থাকি, তাহলে আমাদের ভুল হয়ে যাবে।
আপনি কোনোভাবে জোহরের সালাত আদায় করতে পারেননি। যখনই আপনার সুযোগ হয়েছে তখনই আপনি জোহরের সালাত আদায় করে নেবেন। এটাই হচ্ছে ইসলামের বিধান।
আমি হাদিসটা শুধু বলে দিই, আবু দাঊদ (রা.), ইমাম তিরমিজি (রা.) এবং আবু ইবনে আহমদ (রা.) তাঁদের সুন্নাহর মধ্যে বর্ণনা করেছেন, ‘সহিহ সনদে রাসূল (সা.) এরশাদ করেন, যে সালাত থেকে ঘুমিয়ে পড়ল, সালাত আদায় করতে পারল না অথবা সালাতের কথা বিস্তৃত হয়ে গেল বা ভুলে গেল অথবা এমন ব্যস্ততা যার কারণে সালাত আদায় করতে পারল না, যখনই তাঁর স্মরণ পড়বে তখনই সেটা আদায় করে নেবে।’
সর্বাবস্থায় এটি প্রযোজ্য হবে। এটাই হলো সালাতের বিধান। এটাই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবানাহুতায়ালা বলেছেন, ‘তোমরা সালাত কায়েম করো আমার স্মরণের জন্য।’
যখনই আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ আপনার কাছে এসে যাবে, তখনই আপনি সালাতটি আদায় করবেন। এটাই হচ্ছে বিধান। এখানে কাজার প্রশ্নই আসে না।