আপনার জিজ্ঞাসা
স্ত্রী নামাজ না পড়লে কী করবেন?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
বিশেষ আপনার জিজ্ঞাসার ৪৮০তম পর্বে স্ত্রী নামাজ আদায় না করলে করণীয় কী সে সম্পর্কে কক্সবাজার থেকে টেলিফোনে জানতে চেয়েছেন সোলায়মান। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। কিন্তু আমি আমার স্ত্রীকে নামাজ পড়াতে পারছি না। আমার দুইটা সন্তান। তারাও মায়ের মতন নামাজ পড়ছে না। ইসলামী নিয়ম-কানুন তারা মানতেই চায় না। এ পর্যায়ে আমি কী করতে পারি?
উত্তর : আপনি স্ত্রীকে ভালো করে বোঝানোর চেষ্টা করেন, কারণ সালাতের গুরুত্ব হয়তো তিনি বোঝেন না। ইসলামে সালাতের যে বিধান এবং গুরুত্ব রয়েছে, সেগুলো যদি জানা না থাকে, তাহলে সালাতের প্রতি তাঁর মনোযোগ বা আকর্ষণ তৈরি হবে না। তাই আপনি বোঝানোর চেষ্টা করুন।
বোঝানোর পাশাপাশি তাঁকে সতর্কও করুন। তাঁকে আপনি এভাবে সতর্ক করবেন যে, হয়তো আমাদের এই সম্পর্ক আর বেশি দিন টিকবে না। কারণ কাফেরের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ হারাম। নামাজ না পড়া তো কুফরি কাজ। তাই এ বিষয়টি আপনি পরিষ্কার করে দিন। এরপরও যদি সালাত আদায়ের ব্যাপারে তিনি সম্পূর্ণ অনীহা, অনিচ্ছা প্রকাশ করে থাকেন, তাহলে ইসলামের বিধান হচ্ছে, তাঁর সঙ্গে সম্পর্ক না রাখাই উত্তম।