আপনার জিজ্ঞাসা
ধার দেওয়া টাকার ওপর কি জাকাত আসবে?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৮৬৮তম পর্বে ইমেইলে ধার দেওয়া টাকার ওপর যাকাত দিতে হবে কি না, সে সম্পর্কে সিঙ্গাপুর থেকে জানতে চেয়েছেন মো. নূর আসলাম। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আমি যদি আমার ভাই বা বন্ধুকে টাকা ধার দেই তাহলে ওই টাকার ওপর কি আমাকে জাকাত দিতে হবে? টাকা ধার দেওয়ার বিনিময়ে কোনো কিছু পাওয়ার আশা করি না। শুধু সঠিক সময়ে টাকাটা ফেরত পেতে চেয়েছি। জানাবেন?
উত্তর : না, যাকাত আপনাকে দিতে হবে না। যেহেতু এ টাকার পরিপূর্ণ মালিকানা আপনার নেই। এই টাকা আরেকজন নিয়ে খরচ করে ফেলেছে। এখন আপনি কি আশা করবেন সেখানে?
তিনি যখন ফেরত দেবেন তখন থেকেই আপনার কাছে টাকার মালিকানা আসবে। যতক্ষণ পর্যন্ত টাকার মালিকানা কোনো ব্যক্তির কাছে না থাকবে তাঁর ওপর সে টাকার জাকাত আসবে না।