আপনার জিজ্ঞাসা
মিথ্যা কথা কি আমল নষ্ট করে?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের চতুর্থ পর্বে মিথ্যা বললে আমল নষ্ট হয় কি না, সে সম্পর্কে মিরপুর থেকে টেলিফোনে জানতে চেয়েছেন আনোয়ার হোসেন। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আমি একজন মাওলানার ওয়াজ শুনেছিলাম যে, একজন লোক যদি দিনে একটি মিথ্যা কথা বলে তাহলে ৪০ দিন ইবাদত করলেও সেই ইবাদত আল্লাহর কাছে গণ্য হবে না। এই ব্যাপারে আমি জানতে চাচ্ছি এবং মিথ্যার ব্যাপারে মোহতারাম যেন একটু ভালোভাবে বুঝিয়ে বলেন।
উত্তর : আর কি বুঝাব ! আপনিই তো বলেছেন যে, একটি মিথ্যা বললে ৪০ দিন আমল কবুল হবে না। মানুষের সঙ্গে মিথ্যা বললে ৪০ দিন আমল কবুল হবে না। আর যিনি আল্লাহ এবং তাঁর রাসুলের ওপর মিথ্যা আরোপ করেন, তাঁর কতদিনের আমল কবুল হবে না?
আপনার ওই মাওলানা সাহেব তো মূলত সেই কাজটিই করেছেন। রাসুল যা বলেননি, তিনি রাসুলের সঙ্গে সেটি যুক্ত করেছেন। তিনি আল্লাহ এবং তার রাসুলের ওপর মিথ্যা আরোপ করেছেন। এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এই মর্মে কোনো সহিহ হাদিস নেই।
তবে আমার নবী (সা.) হাদিসের মধ্যে বলেছেন, ‘তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ যে আছে সেগুলো সম্পর্কে জানাব না?’ (সহীহ বুখারী)। সবচেয়ে বড় কবিরা গুনাহের মধ্যে রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা জেনে রাখ, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা’। রাসুল (সা.) বারবার বলছিলেন। বর্ণনাকারী বলছিলেন, “আমরা মনে মনে বলছিলাম যে নবী যদি চুপ করতেন, আমরা তো বুঝে গেছি।’ এত গুরুত্ব দিচ্ছিলেন যে নবী (সা.) হেলান দেওয়া অবস্থায় ছিলেন, তিনি বসে পড়লেন। তারপর তিনি বললেন, ‘মিথ্যা কথা বলা, মিথ্যা স্বাক্ষ্য দেওয়া।’”
তাই এটি বড় ধরনের যে কবিরা গুনাহ রয়েছে তার মধ্যে একটি, যার মাধ্যমে আল্লাহর বান্দা একপর্যায়ে মিথ্যা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে জাহান্নাম ছাড়া তার আর কোনো স্থান থাকে না। তাই এ ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে।
আর পবিত্র রমজান মাসে আমরা যে কষ্ট করে রোজা রাখি, এই মিথ্যা কথা এবং কাজ যদি ত্যাগ না করি তাহলে আমাদের উপবাসেরও তো আল্লাহর কোনো প্রয়োজন নেই। আমাদের সিয়াম হবে না। সিয়ামের মূল মর্ম হারিয়ে যাবে।