আপনার জিজ্ঞাসা
ইসমে আজম পড়ে দোয়া করলে কি দোয়া কবুল হয়?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬০৫তম পর্বে ইসমে আজম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় কি না, সে বিষয়ে কুমিল্লা থেকে টেলিফোনের মাধ্যমে জানতে চেয়েছেন মো. এমদাদুল হোসেন। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : ইসমে আজম কী? এটি পড়ে দোয়া করলে কি দোয়া কবুল হয়, এর জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কি?
উত্তর : কোনটি ইসমে আজম, এই নিয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কেউ কেউ ‘আল্লাহ’ এই নামটিকে ইসমে আজম বলেছেন আবার কেউ কেউ বলেছেন ইসমে আজম বলতে ‘আল্লাহু সামাদ’ এই নামটি বোঝানো হয়েছে। ‘ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়ূমু বিরহমাতিকা নাস্তাগিছ’, রাসুল (সা.) এই দোয়া করতেন, তাই অনেকে এটিকে ইসমে আজম বলেছেন। সুস্পষ্টভাবে রাসুল (সা.) বলেননি যে এটাই ইসমে আজম, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে থাকেন।
রাসুল (সা.) হাদিসের মধ্যে বলেছেন, যদি কেউ ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে থাকেন, তাহলে আল্লাহ তার দোয়া কবুল করে থাকেন। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ‘আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই নাম ধরে আল্লাহকে ডাক।’
ইসমে আজম হচ্ছে সবচেয়ে বড় নাম, শ্রেষ্ঠ নাম। আপনি আল্লাহর যে নামগুলো আছে সেগুলো পড়তে পারেন। এই মর্মে রাসুল (সা.) যে দোয়া বা বক্তব্য আছে সেগুলো কেউ যদি অনুসরণ করেন তাহলে তিনি ইসমে আজমের ফজিলত পেয়ে যাবেন।