Beta

আপনার জিজ্ঞাসা

হিন্দু-মুসলিম একসঙ্গে ইফতার করতে পারবে?

২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১৯ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৭

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ৬০৪তম পর্বে হিন্দু-মুসলিম একসঙ্গে ইফতার করতে পারবে কি না, সে বিষয়ে নওগাঁ থেকে টেলিফোনের মাধ্যমে জানতে চেয়েছেন ফারুখ হোসেন। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : আমি একটি কারখানাতে চাকরি করি। এখানে আমাদের সুপারভাইজার হিন্দু। রমজান মাসে হিন্দু ও মুসলিম একসঙ্গে ইফতার করতে পারব কি?

উত্তর : হিন্দু-মুসলিম একসঙ্গে ইফতার করলে কোনো সমস্যা নেই। ইফতার তো একটি খাবার। সেক্ষেত্রে হিন্দুদের সঙ্গে বসে যদি আপনি হালাল খাবার খান, এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, এটি নিষিদ্ধ কোনো বিষয় নয়। আপনি একসঙ্গে ইফতার গ্রহণ করতে পারেন। এটি জায়েজ রয়েছে।

Advertisement