আপনার জিজ্ঞাসা
গীবতের গুনাহ থেকে কীভাবে মাফ পাব?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৫৯৭তম পর্বে গীবতের গুনাহ থেকে মাফ পাব কি না, সে বিষয়ে চট্টগ্রাম থেকে টেলিফোনের মাধ্যমে জানতে চেয়েছেন মাছুমা। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : গীবতের গুনাহ থেকে কীভাবে মাফ পাব? তাঁদের কাছ থেকে মাফ চাওয়া সম্ভব হচ্ছে না কিংবা তাঁরা মারা গেছে, আল্লাহ আমাদের এই গুনাহ থেকে মাফ করবেন কি না?
উত্তর : যদি কোনো সুনির্দিষ্ট ব্যক্তির গীবত যদি করে থাকেন, তাহলে তাঁর কাছে থেকে ক্ষমা নিতে হবে। কারণ, এটা তাঁর হকের সঙ্গে সম্পৃক্ত। ইচ্ছাকৃতভাবে তাঁর হক নষ্ট করেছেন, তাঁর হকের সঙ্গে সম্পৃক্ত বলে তাঁর কাছে থেকে ক্ষমা নিতে হবে। এখন যদি ক্ষমা নেওয়ার কাজটি আপনার সাধ্যের বাইরে চলে যায় বা তিনি মারা গিয়ে থাকেন, তাহলে আল্লাহর কাছে তওবা করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। হতে পারে আল্লাহ বান্দাদের হকগুলো পরিপূর্ণ করে দিতে পারেন।