Beta

আপনার জিজ্ঞাসা

নারীরা নিয়মিত মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারবেন?

১৭ জুলাই ২০১৯, ০৬:৫৩ | আপডেট: ১৭ জুলাই ২০১৯, ০৬:৫৫

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২৩১৯তম পর্বে নারীরা নিয়মিত মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারবেন কি না, সে বিষয়ে ই-মেইলে জানতে চেয়েছেন ইয়াসতিকুল ইসলাম। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : নারীরা কি নিয়মিত মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারবেন?

উত্তর : নারীদের নিয়মিত মসজিদে গিয়ে সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই, যদি তাঁদের সুযোগ থাকে। তাঁরা সালাত আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু রাসুল (সা.) একটি কথা বলেছেন, সেটা হচ্ছে, ‘নারীদের জন্য উত্তম হলো তারা ঘরে সালাত আদায় করবে।’ সে ক্ষেত্রে কোনো নারী যদি মনে করেন, ‘আমি জামাতে গিয়ে সালাত আদায় করব, জামাতে অংশ গ্রহণ করব’, বিশেষ করে জুমার খুতবার সময়, এটি তাঁদের জন্য জায়েজ রয়েছে। এটি নাজায়েজ নয়।

Advertisement