আপনার জিজ্ঞাসা
প্রভিডেন্ট ফান্ড কি হালাল?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৫৯৪তম পর্বে প্রভিডেন্ট ফান্ড হালাল কি না, সে বিষয়ে কুমিল্লা থেকে টেলিফোনের মাধ্যমে জানতে চেয়েছেনে একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : প্রভিডেন্ট ফান্ড কি হালাল? কতটুকু হালাল বা কীভাবে গ্রহণ করলে হালাল হবে?
উত্তর : প্রভিডেন্ট ফান্ডের মধ্যে হারাম বা সুদি কোনো লেনদেন না থাকে, তাহলে এটি জায়েজ রয়েছে।