Beta

আপনার জিজ্ঞাসা

এশা ও ফজর জামাতে পড়লে সারারাত ইবাদতের সওয়াব পাব?

১৫ এপ্রিল ২০১৯, ১৭:৩৭

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ৫৮৭তম পর্বে এশা ও ফজরের নামাজ জামাতে পড়লে সারারাত নফল ইবাদতের সওয়াব পাওয়া যাবে কি না, সে বিষয়ে কুমিল্লা থেকে টেলিফোনের মাধ্যমে জানতে চেয়েছেন হিমু। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলে সারারাত নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়?

উত্তর : হ্যাঁ, এটি সহিহ হাদিস। যদি কেউ এশার সালাত জামাতের সঙ্গে আদায় করার পর ফজরের সালাতও জামাতের সঙ্গে আদায় করে থাকেন, তাহলে সারা রাত জেগে নফল ইবাদত করার যে সওয়াব আছে, সেটি তিনি পাবেন। এই রেওয়ায়েতটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে।

Advertisement