আপনার জিজ্ঞাসা
সালাতুত তাসবিহ কি জীবনে একবার পড়তেই হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৫৮১তম পর্বে সালাতুত তাসবিহ জীবনে একবার পড়তেই হবে কি না, সে বিষয়ে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন একজন দর্শক।। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : সালাতুত তাসবিহ কি জীবনে একবার পড়তেই হবে?
উত্তর : সালাতুত তাসবিহ জীবনে একবার পড়তেই হবে, এই মর্মে যে রেওয়ায়েতটি রয়েছে, এটি বাতিল, মিথ্যা বক্তব্য। এটা সঠিক নয়। এটি ঈমাম তিরমিযির একটি রেওয়ায়েতের মাধ্যমে এসেছে। জীবনে একবার পড়তেই হবে, এর মানে হচ্ছে, জীবনে একবার এটি ফরজ হয়ে যাবে হজের মতো। এই বক্তব্যটুকু আল্লাহর রাসুল (সা.)-এর হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি।