আপনার জিজ্ঞাসা
ধূমপান মাকরুহ না হারাম?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৫৭৩তম পর্বে ধূমপান মাকরুহ না হারাম, এই বিষয়ে খাগড়াছড়ি থেকে টেলিফোনে জানতে চেয়েছেন লতিফুর রহমান। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : ধূমপান কি মাকরুহ নাকি হারাম? আর এর গুনাহ সম্পর্কে জানার পরও যদি কেউ ধূমপান করে, তাহলে তার পরিণতি কী হতে পারে?
উত্তর : সিগারেট খাওয়ার বিষয়ে আলেমদের দীর্ঘ বক্তব্য রয়েছে। তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, সিগারেট খাওয়া হারাম। এটি মাকরুহ নয়। মাকরুহ হচ্ছে, যেটা অপছন্দনীয়, আর হারাম হচ্ছে যেটা নিষিদ্ধ। কোরআনুল কারিমে যে মূল নিষেধাজ্ঞা রয়েছে তার মধ্যে সিগারেট অবশ্যই পড়ে। নিকৃষ্ট জিনিসগুলো, ক্ষতিকর জিনিসগুলো ইসলামে হারাম করে দেওয়া হয়েছে।
সুতরাং, ধূমপান হারাম হওয়ার বিষয়ে আলেমদের মধ্যে কোনো বিতর্ক নেই এবং এটা অত্যন্ত ক্ষতিকর। যেসব বন্ধু ধূমপান করেন তারা সতর্কতা আবলম্বন করুন। আপনারা নিজেরই ক্ষতি করছেন।
আর কেউ যদি জানে ধূমপান হারাম, ক্ষতিকর তার পরও যদি তিনি সিগারেট খান, তাহলে তিনি গুনাহগার হবেন।