আপনার জিজ্ঞাসা
স্বামীর পকেট থেকে না বলে টাকা নেওয়া কি চুরি?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৫৭১তম পর্বে স্বামীর পকেট থেকে না বলে টাকা নেওয়া চুরি কি না, সে বিষয়ে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন এক দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : স্বামীর পকেট থেকে টাকা নেওয়া কি চুরি বা গুনাহের কাজ?
উত্তর : অবশ্যই সেটা চুরি হবে। না জানিয়ে টাকা নেওয়া সর্বাবস্থায় চুরি। এটা জায়েজ নেই। এটা হারাম। কিন্তু স্বামীর সঙ্গে যদি সমঝোতা থাকে যে, কিছু খুচরা খরচের জন্য আমি পকেট থেকে টাকা নিই এবং সে ক্ষেত্রে স্বামী তাঁকে অনুমতি দিয়ে থাকেন, তাহলে নিতে পারেন। কিন্তু তিনি এ কাজটি কেন করবেন। জানিয়ে নিতে পারেন।
সুতরাং, চুরি করার এ পদ্ধতি ইসলামের শরিয়তের মধ্যে কোনোভাবেই জায়েজ নেই। ইসলাম এটাকে অনুমোদন দেয় না।
শুধু একটি প্রেক্ষাপট সামনে রেখে ইসলামের শরিয়তের মধ্যে এর বৈধতার বিষয়টি সামনে এসেছে। সেটি হলো, প্রয়োজনীয় বিষয় যদি স্বামী তাঁর স্ত্রীকে না দিয়ে থাকেন, সেটি হকের সঙ্গে সম্পৃক্ত। এই হকটুকু স্বামীর অজান্তে তাঁর স্ত্রী যদি নেন, তাহলে এটা তাঁর জন্য জায়েজ রয়েছে।