আপনার জিজ্ঞাসা
তালাকের পর দ্বিতীয় বিয়েতে প্রথম স্বামীর অনুমতি প্রয়োজন?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২১৭৪তম পর্বে তালাকের পর মেয়েরা প্রথম স্বামীর অনিচ্ছায় দ্বিতীয় বিয়ে করতে পারবে কি না, সে সম্পর্কে ঢাকা থেকে ই-মেইলে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দর্শক। অনুলিখন করেছেন জহুরা সুলতানা।
প্রশ্ন : মেয়েরা প্রথম স্বামীকে ডিভোর্স দিলে স্বামীর অনিচ্ছায় দ্বিতীয় বিয়ে করলে দ্বিতীয় বিয়েটা কি বৈধ হবে?
উত্তর : যদি আদালতের মাধ্যমে তালাক দিয়ে থাকে, তাহলেই শুধু এই তালাক প্রক্রিয়া সম্পন্ন হবে।
তালাক হয়ে যাওয়ার পর ওই স্ত্রীর ওপর স্বামীর আর কোনো অধিকার নেই। তিনি চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারবেন। এটি জায়েজ রয়েছে।
কিন্তু তালাক প্রক্রিয়া হতে হবে সরাসরি আদালতের মাধ্যমে। মুখে মুখে তালাক বললে হবে না।