আপনার জিজ্ঞাসা
গর্ভে সন্তান মারা গেলে রুহ পৃথিবীতে আবার আসবে?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
জুমাবারের বিশেষ আপনার জিজ্ঞাসার ৫৫৭তম পর্বে সন্তান গর্ভে মারা গেলে তার রুহ দুনিয়াতে আবার আসবে কি না, সে সম্পর্কে ফরিদপুর থেকে টেলিফোনে জানতে চেয়েছেন সুমনা। অনুলিখন করেছেন জহুরা সুলতানা।
প্রশ্ন : যে সন্তান পেটের মধ্যেই মারা যায়, তার রুহ কি আবার পৃথিবীতে আসবে?
উত্তর : সন্তান যদি গর্ভেই মারা যায়, সেই সন্তানের রুহ আল্লাহ আর পৃথিবী পাঠাবেন না। বিধান এতটুকুই ছিল, এই রুহ এই সময় নিয়েই এসেছিল।
এই রুহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে যাবে। আল্লাহর নবী (সা.) বলেছেন, ‘সে তার পিতামাতার জন্য আল্লাহতায়ালার কাছে সুপারিশ করতে পারবে।’ এটি এই বাবা-মায়ের জন্য কল্যাণের দিক, ভালো দিক। আপনারাও তাদের জন্য ধৈর্য ধারণ করেন, এটি আপনাদের জন্য একটি পরীক্ষাও হতে পারে। আল্লাহতায়ালার বান্দা হিসেবে ধৈর্যের এই পরীক্ষায় আপনাদের উত্তীর্ণ হতে হবে। এই জন্য এই বিষয়টিতে আপনারা বেশি গুরুত্ব দেবেন, অন্য বিষয়ে তেমন গুরুত্ব না দিলেও চলবে।