Beta

আপনার জিজ্ঞাসা

প্রত্যেক নামাজের শুরুতে সানা পড়া বাধ্যতামূলক?

১৫ আগস্ট ২০১৮, ২২:১৬

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোঃ মতিউল ইসলাম।

আপনার জিজ্ঞাসার ২১৫৩তম পর্বে প্রত্যেক নামাজের শুরুতে সানা পড়া বাধ্যতামূলক কি না, সে সম্পর্কে ই-মেইলে জানতে চেয়েছেন ওমর সিদ্দিক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : প্রত্যেক নামাজের শুরুতেই সানা পড়া কি বাধ্যতামূলক?

উত্তর : প্রত্যেক নামাজের শুরুতে সানা পড়া সুন্নত। এটি বাধ্যতামূলক নয়। চাইলে পড়তে পারেন, না পড়লেও আপনার কোনো গুনাহ হবে না। শুধু একটা সুন্নত আদায় হবে না।

তবে আমি পরামর্শ দেব যে, সানা পড়বেন। সুন্নত বলে খাটো করে দেখবেন না, সুন্নত আদায় করুন। কারণ এটিই নিয়ম। কিন্তু যদি সানা না পড়েন তাহলে নামাজ হয়ে যাবে।  

Advertisement