আপনার জিজ্ঞাসা
জাকাতের হকদার না হয়েও চাইলে করণীয় কি?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. ইমাম হোসাইন।
আপনার জিজ্ঞাসার ২১৩৭তম পর্বে জমজমের জাকাত নেওয়ার যোগ্য না হয়েও জাকাত দাবি করলে সেক্ষেত্রে করণীয় সম্পর্কে শনির আখড়া, ঢাকা থেকে চিঠিতে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : জাকাত নেওয়ার যোগ্য না হয়েও কেউ জাকাত দাবি করলে সেক্ষেত্রে করণীয় কি?
উত্তর : সেক্ষেত্রে প্রথম করণীয় হলো, জাকাত কে কে নিতে পারবে, জাকাতের হকদার কারা, এটি তাঁকে বুঝানো। আট শ্রেণির লোককে আল্লাহ সুবহানাহু তায়ালা জাকাত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তাঁকে বুঝিয়ে বলবেন যে, আপনি এই আট শ্রেণির মধ্যে অন্তর্ভুক্ত নন, এই কারণে আপনাকে জাকাত দেওয়া যাচ্ছে না।
দ্বিতীয় বিষয় হলো, তিনি যেহেতু চলেই এসেছেন তাঁকে একেবারে খালি হাতে ফেরত না দিয়ে জাকাতের পরিবর্তে কিছু সদকা বা হাদিয়া তাঁকে দিতে পারেন। আপনার সামর্থ্য থাকলে আপনি এই সদকা, হাদিয়া করে দিতে পারেন। তাহলে আমি যে নসিহতটা করলাম সেটা হয়ত তিনি গ্রহণ করতে পারেন।