Beta

আপনার জিজ্ঞাসা

ইফতারের আগে দোয়া করলে কবুল হয়?

২০ মে ২০১৮, ০৮:৩১ | আপডেট: ২০ মে ২০১৮, ০৯:২৯

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ মতিউল ইসলাম।

রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসার প্রথম পর্বে ইফতারের আগে দোয়া করলে কবুল হয় কি না, সে সম্পর্কে জানতে চেয়ে মিরপুর-১ থেকে টেলিফোন করেছেন আলমগীর আহমেদ চৌধুরী। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : ইফতারের আগে একটি দোয়া কবুল করার জন্য বিশেষ ওয়াদা করা হয়েছে। এই হাদিসটি কতটুকু সহিহ?

উত্তর : ইফতারের পূর্বমুহূর্ত দোয়া কবুলেরই সময়। আপনি যে হাদিসটির কথা বলেছেন, সেই হাদিসটি সহিহ। ইফতারের পূর্বে, দুই আজানের মাঝখানে এবং ফরজ সালাতের পরে ইত্যাদি দোয়া কবুলের সময়। হাদিসটি হচ্ছে—‘ইফতারের পূর্বে বান্দা ইফতার সামনে রেখে দোয়া করলে সেই দোয়া কবুল হয়।’ তবে সেটা সংঘবদ্ধভাবে নয়। প্রত্যেকে একা একা নিজের মতো করে নিজের দোয়া করবেন, এটাই হচ্ছে নিয়ম।

Advertisement