আপনার জিজ্ঞাসা
ইসলাম শান্তির ধর্ম—এটা কোরআনে বলা আছে?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
জুমাবারের বিশেষ আপনার জিজ্ঞাসার ৫২৬তম পর্বে, ইসলাম শান্তির ধর্ম এ কথা কোরআর শরিফের কোথাও বলা আছে কি না, সে সম্পর্কে নিউইয়র্ক থেকে টেলিফোনে জানতে চেয়েছেন ইয়াসমিন। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আমার এক বোন আমাকে বললেন যে, ইসলাম তো বলে ‘ইসলাম শান্তির ধর্ম’। কিন্তু কোরআন শরিফে কোথায় বলা হয়েছে ইসলাম শান্তির ধর্ম? এটা আমাকে বল। এই বিষয়টি সম্পর্কে একটু বলবেন?
উত্তর : ইসলাম শব্দের অর্থই তো শান্তি। পবিত্র কোরআনের আল ইব্রাহিম সূরার ১৯ নম্বর আয়াতটি আপনি দেখতে পারেন, তাহলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু তায়ালা স্পষ্ট করে বলে দিয়েছেন, ‘আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম।’
ইসলাম শব্দের অর্থই হচ্ছে শান্তি, শান্তি এর মধ্যেই রয়েছে। এ ছাড়া কোরআনে কারিমের আরো একাধিক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তায়ালা বলেছেন, ‘তোমরা শান্তির মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো (সূরা আল বাকারা)।’ অর্থাৎ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখানে শান্তি শব্দ দিয়ে ইসলামকেই বোঝানো হয়েছে। কোরআনের বহু জায়গায় এ কথাটি ব্যবহার করা হয়েছে। অনেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তায়ালা শান্তির কথা উল্লেখ করেছেন। কারণ ইসলাম শান্তির ধর্ম, এটি প্রমাণিত সত্য বিষয়। এখানে দ্বিমত করার সামান্যতম সুযোগ নেই।