আপনার জিজ্ঞাসা
আমানত ও জামানতের পার্থক্য কী?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ ।
আপনার জিজ্ঞাসার ২০২৫তম পর্বে আমানত এবং জামানতের মধ্যকার পার্থক্য জানতে চেয়ে ঢাকা থেকে চিঠি পাঠিয়েছেন এক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আমানত এবং জামানতের মধ্যে পার্থক্য কী?
উত্তর : আমানত হচ্ছে সেই বিষয়টি, সেটা সম্পদ হতে পারে, বস্তু হতে পারে, কথা হতে পারে, কাজ হতে পারে, দায়িত্ব হতে পারে, যে কোনো কিছু হতে পারে। অন্যের মালিকানার বিষয় যেটি আপনার কাছে রাখা হয়েছে, আপনাকে এর ওপর দায়িত্ব দেওয়া হয়েছে সংরক্ষণের জন্য, সেটি।
জামানত হচ্ছে, আপনি কারো কাছ থেকে যেই দায়িত্বটুকু আদায় করে নিয়েছেন, সেটি। যেমন : আপনি একজনের কাছ থেকে ৪০০ টাকা ঋণ নিয়েছেন, এই ঋণ নিয়েছেন আপনার দায়িত্বে, এটা হচ্ছে জামানত। আপনি পরবর্তী সময়ে এটাকে আদায় করে দেবেন।
আমানত এবং জামানতের মধ্যে পার্থক্য হচ্ছে এই, জামানতটায় আপনার ওপর দায়িত্ব বর্তাবে কিন্তু আমানতটা আপনি আরেকজনের ওপর দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটুকু আপনার ওপর বর্তাবে না, কারণ এই দায়িত্ব আপনি ইচ্ছা করে নেননি। আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। ফলে কোনো ব্যক্তিকে যদি আমানত দেওয়া হয়ে থাকে, এই আমানতটা তাঁকে দেওয়ার পরে যদি তাঁর ইচ্ছার বাইরে সেই আমানতটা ধ্বংস হয়ে যায় অথবা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে এটাকে আর পূরণ করতে হবে না। কিন্তু জামানতের ক্ষেত্রে সেটা পূরণ করা ওয়াজিব, বাধ্যতামূলক, তাঁকে অবশ্যই পূরণ করতে হবে।