আপনার জিজ্ঞাসা
জন্মদিনে রোজা রাখা কি জায়েজ?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
হজ ও উমরার ষষ্ঠ পর্বে জন্মদিনে রোজা রাখা জায়েজ কি না, সে সম্পর্কে রাজশাহী থেকে টেলিফোনে জানতে চেয়েছেন মাসুদ পারভেজ। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আপনাদের অনুষ্ঠান চলাকালীন এক ভাই বলেছিলেন যে, উনি রাসুল (সা.)-এর জন্মবারে রোজা রাখেন। আমার জানা মতে, জন্মদিনে রোজা রাখা বেদাত। এ বিষয়ে যদি একটু ভালোভাবে বুঝিয়ে বলেন, তাহলে উপকৃত হব।
উত্তর : রাসুল (সা.)-এর জন্মদিন সোমবার, এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সহিহ বুখারি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রাসুল (সা.) নির্দেশ দিয়েছেন, এই দিন সিয়াম বা রোজা পালনের জন্য। এটি বেদাত নয়। এই দিন রোজা রাখা সুন্নাহ, এটি ব্যতিক্রম।
কিন্তু অন্যদের ক্ষেত্রে জন্মদিনে রোজা পালন করলে, সেটি অবশ্যই বেদাত হবে। রাসুল (সা.)-এর জন্মদিনে রাসুল (সা.) রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এটি বেদাত হওয়ার সামান্যতম সুযোগ নেই। যেহেতু আল্লাহর নবী (সা.)-এর আগমন একটি শুকরিয়ার বিষয়, এ জন্য রাসুল (সা.) এই দিনে সিয়াম পালন করতে বলেছেন। এমনকি রাসুল (সা.) নিজেও এই সিয়াম পালন করেছেন। অন্যদের ক্ষেত্রে জন্মদিনে সিয়াম পালন করা বা কোনো অনুষ্ঠানের আয়োজন করা, কোনোটাই জায়েজ নেই।