হজ ও উমরা
হজ শেষে জমজমের পানি কতটুকু আনা যাবে?

সামর্থ্যবান মুসলমানের জীবনে একবার হজ পালন অবশ্য কর্তব্য। সব সময় চর্চা হয় না বলে হজ পালন সম্পর্কে অনেক কিছুই জানা থাকে না। হজের শুদ্ধ পদ্ধতি, হজের প্রস্তুতি নিয়ে জানা মুসলিমদের কতর্ব্যের মধ্যে পড়ে। এ লক্ষ্যেই এনটিভির বিশেষ অনুষ্ঠান‘হজ ও উমরা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
জুমাবারের সরাসরি সম্প্রচারিত হজ ও উমরা অনুষ্ঠানের তৃতীয় পর্বে হজ পালন করে ফেরার পথে জমজমের পানি ও খেজুর কতটুকু পরিমাণ দেশে আনা যাবে, সে সম্পর্কে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন আবদুর রহমান। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : সৌদি থেকে ফেরার পথে জমজমের পানি এবং খুরমা কতটুকু নিয়ে আসা যাবে?
উত্তর : জমজমের পানি কমপক্ষে পাঁচ থেকে ১০ লিটারের অনুমোদন দেওয়ার কথা। এই নিয়মই বর্তমানে প্রচলিত রয়েছে। পাঁচ থেকে ১০ লিটার অনুমোদন দেওয়া হয়ে থাকে, এর চেয়ে বেশি না।