আপনার জিজ্ঞাসা
ফজরের নামাজ না পড়লে কি রোজা ভেঙে যায়?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
বিশেষ আপনার জিজ্ঞাসার পঞ্চম পর্বে ফজরের নামাজ না পড়লে রোজা ভঙ্গ হয় কি না, সে সম্পর্কে সাভার থেকে টেলিফোনে জানতে চেয়েছেন ইফতেখার আলম টুটুল। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : ফজরের নামাজ না পড়লে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? এটা কতটুকু সত্যি?
উত্তর : না, এই কথা কে বলেছে, আমার জানা নেই। এই কথা, এই বক্তব্য কোনো ফতোয়া বা কিতাবের মধ্যে এসেছে বলে আমার জানা নেই। তবে ফজরের সালাত যদি ইচ্ছাকৃতভাবে পরিহার করে থাকেন, তাহলে তিনি বড় ধরনের গুনাহগার হবেন। কারণ, ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করা কুফরি কাজ। রমজানের সঙ্গে ফজর নামাজ ত্যাগের বিষয়টি যায় না, মানায় না।