মসজিদ পরিচিতি
ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ

ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত প্রাচীন মসজিদ। এই মসজিদ পনেরো শতকে নির্মিত। ধারণা করা হয়, সুলতান নসিরউদ্দিন মাহমুদ শাহের (১৪৩৫-৫৯) আমলে খান আল-আজম উলুগ খানজাহান সুন্দরবনের কোলঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়। এ মসজিদ বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। একটু খেয়াল করলেই দেখতে পাবেন মসজিদটির নাম ষাট গম্বুজ মসজিদ হলেও এটিতে রয়েছে ৭৭টি গম্বুজ। ৭৭টি গম্বুজের মধ্যে ৭০টির উপরিভাগ গোলাকার এবং পূর্ব দেয়ালের মাঝের দরজা ও পশ্চিম দেয়ালের মাঝের মিহরাবের মধ্যবর্তী সারিতে যে সাতটি গম্বুজ, সেগুলো দেখতে অনেকটা বাংলাদেশের চৌচালা ঘরের চালের মতো। মসজিদের ভেতরে পশ্চিম দেয়ালে ১০টি মিহরাব আছে। মাঝের মিহরাবটি আকারে বড় এবং কারুকার্যমণ্ডিত। এই মিহরাবের দক্ষিণে পাঁচটি ও উত্তরে চারটি মিহরাব আছে।
আপনি মসজিদটি দেখতে চাইলে খুলনা শহর থেকে সকাল সকাল রওনা হতে পারেন। এক ঘণ্টার মধ্যেই বাসযোগে পৌঁছে যাবেন বাগেরহাট শহরে। বাস থেকে নামলেই আপনার চোখে পড়বে পনেরো শতকে নির্মিত অপূর্ব সুন্দর মসজিদটি।