আপনার জিজ্ঞাসা
মুসলিমদের আরবি শেখা কি ফরজ?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৯৪৬তম পর্বে মুসলিমদের জন্য আরবি ভাষা শেখা ফরজ কি না, সে সম্পর্কে লালবাগ রোড, ঢাকা থেকে ই-মেইলে জানতে চেয়েছেন মো. জাহিদুল হাসান। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : মুসলিমদের আরবি শেখা কি ফরজ? আরবি শেখার বিষয়ে কোরআন এবং হাদিসে কী বলা হয়েছে?
উত্তর : হ্যাঁ, মুসলিমদের আরবি শেখা ফরজ। আরবি না শিখলে তো আপনি কোরআন তিলাওয়াতই করতে পারবেন না। সালাত আদায় করতে পারবেন না। অন্তত ফরজ ইবাদতগুলো আদায় করার জন্য যতটুকু আরবি না জানলেই নয়, ততটুকু আরবি শেখা ফরজ। এতে কোনো সন্দেহ নেই। বিষয়টি সব ওলামায়ে কেরামের ঐকমত্যে সাব্যস্ত হয়েছে।
তবে আরবি ভাষা (ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ) শেখার বিষয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া (রহ.) তাঁরএকটি বইয়ে উল্লেখ করেছেন, ‘আরবি ভাষা শেখাটা মূলত মুসলমানদের জন্য ফরজ। কখনো কখনো ফরজে আইনে (অবশ্য পালনীয়) পরিণত হবে।’
আরবি না জানলে তো কোরআন শিখতে পারবেন না এবং অন্যকে হেদায়েত দিতে পারবেন না। যেমন : গোটা বাংলাদেশে যদি কেউ আরবি ভাষা না জানে তাহলে তো বাংলা ভাষায় কোরআনের অনুবাদও করতে পারব না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা সম্পর্কে কিছুই জানতে পারব না।
কোরআন ও হাদিস যেহেতু আরবি ভাষায়, সুতরাং এ থেকে হেদায়েত নেওয়ার জন্য আমাদের আরবি শিখতে হবে, শেখার চেষ্টা করতে হবে।