আপনার জিজ্ঞাসা
বদনজর থেকে বাঁচাতে শিশুদের ঝাড়ফুঁক করা যাবে কি?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
বিশেষ আপনার জিজ্ঞাসার ৪৯২তম পর্বে বদনজর থেকে বাঁচাতে শিশুদের তাবিজ বা ঝাড়ফুঁক করা যাবে কি না, সে সম্পর্কে মুন্সীগঞ্জ থেকে টেলিফোনে জানতে চেয়েছেন কাইয়ুম। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : বাচ্চারা ভূমিষ্ঠ হলে দেখা যায় এক-দেড় বছর পরে তাঁরা ফুটফুটে হয়, দুষ্টামি করে। তখন বদনজর থেকে বাঁচার জন্য অনেকেই বলে যে কোনো কবিরাজ দেখাও বা ঝাড়ফুঁক দাও বা তাবিজ ব্যবহার করো। এগুলো জায়েজ আছে কি?
উত্তর : না। এগুলো হারাম এবং শিরকি কাজ। সুতরাং যদি আপনারা এ কাজ করেন, তাহলে শিরকির মধ্যে লিপ্ত থাকলেন। হারাম কাজে লিপ্ত থাকলেন। এটি জায়েজ নেই।
এর জন্য রাসূল (সা.) শিক্ষা দিয়েছেন কিছু পদ্ধতি। সেই পদ্ধতিগুলো জানার চেষ্টা করুন।