আপনার জিজ্ঞাসা
আকিকা কি জন্মের সাত দিনের মধ্যে দিতে হবে?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৯৩১তম পর্বে জন্মের সাত দিনের মধ্যে আকিকা না হলে পরে করা যাবে কি না, সে সম্পর্কে পাবনা থেকে ই-মেই্লে জানতে চেয়েছেন মো. সজীব খান। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আমার বাবা-মা সাত দিনে আমার আকিকা করেননি। আমার বয়স এখন ১৬ বছর। তাঁরা এখন আমার আকিকা করতে চান। এতে কি আমার আকিকা হবে? আকিকা যদি না হয়, তাহলে বিকল্প পদ্ধতি কী?
উত্তর : সপ্তম দিনে আকিকা করা হয়নি। এখন আকিকা করার দরকার আছে কি না—এ মাসয়ালার মধ্যে আলেমদের দ্বিমত আছে। কিন্তু এখন আর আকিকা করার দরকার নেই, যেহেতু আকিকার সময় পার হয়ে গিয়েছে।
তারপরও যদি আপনি মনে করেন, আল্লাহর জন্য জবাই করবেন, তাহলে জবাই করে আপনি বিতরণ করে দিতে পারেন। সেটা জায়েজ রয়েছে। তবে আকিকার সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে, আপনার বয়স ১৬ বছর, তাই এখন আর আকিকা করার দরকার নেই। আকিকার বিধান এখন প্রযোজ্য হবে না।
তবে সাদকা করতে পারেন। সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই।