আপনার জিজ্ঞাসা
সন্তান চাওয়ার কোনো আমল আছে কি?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তরের অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ মতিউল ইসলাম।
বিশেষ আপনার জিজ্ঞাসার ৪৮৮তম পর্বে সন্তান প্রাপ্তির জন্য কোনো আমল আছে কি না, সে সম্পর্কে চট্টগ্রাম থেকে টেলিফোনে জানতে চেয়েছেন ফাহমিদা। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আমার প্রথম বাচ্চা হওয়ার পর দুইটা বাচ্চা নষ্ট হয়েছে। অনেক চেষ্টা করেছি। এমন কোনো আমল আছে কি, যেটার দ্বারা আল্লাহ আমাকে সন্তান দান করবেন?
উত্তর : আল্লাহর কাছে দোয়া করবেন। রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া য্যুরিয়্যাতিনা কুররাতা আয়ুনিন। ওয়াজ আলনা লিল মুাত্তাকিনা ইমামা। সূরা ফোরকানের ভেতর এই দোয়াটি আপনি পাবেন। সব সময় এই দোয়াটি বেশি করে পড়বেন।
আল্লাহর সাহায্য চাইবেন। ইনশা আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। আল্লাহ আপনাকে সন্তান দিয়ে সুখী করবেন। আমরা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহতায়ালা আপনাকে যেন নেক সন্তান দান করেন।