আপনার জিজ্ঞাসা
হজে যাওয়ার ইচ্ছা পূরণের কোনো আমল আছে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭৫২তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে আব্দুল হালিম জানতে চেয়েছেন, হজে যাওয়ার ইচ্ছা পূরণের কোনো আমল আছে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমার টাকা নেই, কিন্তু হজে যাওয়ার খুব ইচ্ছা আছে। ইচ্ছা আছে, নবীজির রওজা মোবারকের কাছে গিয়ে যদি দাঁড়াতে পারতাম। হজে যাওয়ার ইচ্ছা পূরণের কোনো আমল আছে?
প্রশ্ন : আপনি হজে যেতে চান সেটি ভালো বিষয়। কিন্তু পরে যেটি বলেছেন যে, সেখানে গিয়ে নবীজির রওজা মোবারকে দাঁড়াতে চান। এটি রাসুল (সা.)-এর ভালোবাসার সঙ্গে যায় না। কারণ, কবর জিয়ারতের জন্য সফর করা জায়েজ নেই। হজের সঙ্গে কবর জিয়ারতের কোনো সম্পর্ক নেই। আপনি সেখানে গেলেই নবীজির কবর জিয়ারত করতে পারবেন। তবে, কবর জিয়ারতকে উদ্দেশ্য করা যাবে না। হজ একটি ফরজ বিষয়। তার সঙ্গে কবর জিয়ারতকে মেলাতে পারবেন না। কবর জিয়ারত ভুল কিছু নয়, তবে হজের সঙ্গে মেলানো ঠিক নয়। আমরা কবর জিয়ারত কিন্তু মানা করছি না, তবে আপনার উদ্দেশ্য হজ নিয়ে হতে হবে। আর, আপনার প্রশ্নের উত্তর হলো—হজ করার ইচ্ছা পূরণের নির্দিষ্ট কোনো দোয়া নেই। তবে, আল্লাহর কাছে আপনি বেশি বেশি বলুন। আল্লাহর কাছে চান। আল্লাহই আশা পূরণ করবেন।