আপনার জিজ্ঞাসা
স্ত্রী ও মেয়েদের নিয়ে ঘরে জামাত করলে একামত কে দেবেন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম শাইখ আহমাদুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬২১তম পর্বে ঘরে স্ত্রী ও মেয়েদের নিয়ে জামাত করলে একামত কে দেবেন, সে বিষয়ে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন মোশারফ। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : কোনো কারণে যদি বাসায় স্ত্রী ও মেয়েদের নিয়ে জামাতে নামাজ পড়া হয়, সে ক্ষেত্রে আমি ইমামতি করলাম, কিন্তু একামত কে দেবে?
উত্তর : প্রথম কথা হলো, জামাতের জন্য একামত দিতেই হবে, এটা বাধ্যতামূলক নয়। যিনি ইমামতি করবেন, তিনি একামত দিয়ে ইমামতি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদিও সুন্নাহসম্মত পদ্ধতি হলো, যিনি আজান দেবেন, তিনিই একামত দেবেন। এখানে যেহেতু আজান কেউ দেয়নি, অতএব একামত তিনি দিয়ে যদি নামাজ শুরু করেন, তাহলে ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে।
কিন্তু স্ত্রী বা মেয়ে যদি একামত দেন, সে ক্ষেত্রে তার একামতের আওয়াজ অন্য কোনো পরপুরুষের কানে যেতে পারে এমন হলে, সেটা জায়েজ হবে না। আর ঘরের মধ্যে যদি হয়, সে ক্ষেত্রে ওলামায়ে কেরামের একটি মত আছে সেটি হলো, স্ত্রীরা একামত দিতে পারবে, কিন্তু সেটা উচ্চ কণ্ঠে নয়।