আপনার জিজ্ঞাসা
সিজদায় প্রথমে হাঁটু না হাত রাখতে হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬১৫তম পর্বে নামাজের সময় সিজদায় প্রথমে হাঁটু না হাত রাখতে হবে, সে বিষয়ে টেলিফোনে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : নামাজের সময় সিজদায় গিয়ে প্রথমে হাঁটু না হাত রাখতে হবে?
উত্তর : এই মাসয়ালার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। অধিকাংশ ওলামায়ে কেরামে বলেছেন যে, হাত দিয়ে সিজদায় যাবে। তবে একদল ওলামায়ে কেরাম হাঁটুর কথা উল্লেখ করেছেন। দুটি মাসয়ালাকে আমরা যদি সমান্তরালভাবে বিবেচনা করি, তাহলে দেখা যাবে দুটি মাসয়ালার মধ্যেই শক্তিশালী দলিল রয়েছে। তাই এটাকে বৈচিত্র্য ধরা যেতে পারে। একদল ওলামায়ে কেরাম বলেছেন যে, এটি অভ্যাস, বয়স বা শারীরিক অবস্থার সঙ্গে সম্পৃক্ত। আয়েশা (রা.) উল্লেখ করেছেন যে, ‘যখন রাসুল (সা.)-এর বয়স হয়েছিল তিনি একটু মোট হয়ে গিয়েছিলেন, তখন তিনি নিজের সুবিধা মতো ওঠা বসা করতেন।’ সাহাবিদের বর্ণনা থেকে বোঝা যায় যে, রাসুল (সা.)-এর নামাজের মধ্যে বিভিন্ন বৈচিত্র্য দেখা গেছে। এটাও বৈচিত্র্য হতে পারে।