আপনার জিজ্ঞাসা
সামর্থ্য থাকলে বিয়েতে মেয়ের বাবা খাবারের আয়োজন করতে পারবেন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭৬৪তম পর্বে ই-মেইলের মাধ্যমে রাবেয়া সুলতানা রুমা জানতে চেয়েছেন, বিয়েতে মেয়ের বাবার সামর্থ্য থাকলে খাবারের আয়োজন করতে পারবেন কি না? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : বিয়ের ক্ষেত্রে মেয়ের বাবার যদি সামর্থ্য থাকে, তাহলে আত্মীয়দের দাওয়াত দিয়ে খাওয়াতে পারবেন কি? এ বিষয়ে ইসলাম কী বলে? ছোটখাটো আয়োজন করা কি ঠিক হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। না, কোনোটিই করা যাবে না। বিয়ের মধ্যে মেয়ের বাবার কোনো আয়োজন করার কোনো বিধানই ইসলামে নেই। ইসলামের বিধানগুলো আমরা নিজেদের মনমতো করে এগুলো বানিয়ে নিয়েছি। এগুলো হলো ছেলের দায়িত্ব। যদি তাঁর সামর্থ্য থেকে, তাহলে সে পুরো দেশের মানুষকে খাওয়াতে পারবে। কিন্তু, মেয়ের বাবা এসব দায়িত্ব নেই। ছেলের দায়িত্ব আছে। এটাকে বলা হয় ওলিমা। ছেলের এ ওলিমা পালন করা হলো সুন্নাহ। আয়োজন নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু, সেটা ছেলের জন্য জায়েজ। এটা সুন্নাহসম্মত। ওলিমা করার পর মেয়ের বাবা যদি আত্মীয়দের খাওয়াতে চান, তাহলে দু-একদিন পর তিনি খাওয়াতে পারবেন, সেটাতে সমস্যা নেই।