আপনার জিজ্ঞাসা
সন্তান প্রসবের সময় বাচ্চা মারা গেলে তার জানাজা করতে হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৪৮তম পর্বে সন্তান প্রসবের সময় বাচ্চা মারা গেলে তার জানাজা করতে হবে কি না, সে বিষয়ে টেলিফোনে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : সন্তান প্রসবের সময় বাচ্চা মারা গেলে তার জানাজা করতে হবে কি?
উত্তর : তার জন্য জানাজা করতে হবে। জানাজাটাই হলো বাচ্চার হক। বাচ্চার হক হচ্ছে জানাজা দিয়ে তার নাম রেখে তারপর তাকে দাফন করা। সুতরাং, আপনাকে বাচ্চার জানাজা করতে হবে।