আপনার জিজ্ঞাসা
সন্তানলাভের জন্য দ্বিতীয় বিয়ে করলে কি স্ত্রীর প্রতি অবিচার হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮০০তম পর্বে ই-মেইলের মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানতে চেয়েছেন, সন্তানলাভের জন্য দ্বিতীয় বিয়ে করলে কি স্ত্রীর প্রতি অবিচার হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমি একজন প্রবাসী। আমার স্ত্রীও এখানে থাকে। তবে, আমাদের দেশের স্ত্রীদের মতো সে স্বামীর কাজে সাহায্য করে না। তা ছাড়া রান্না করা নিয়েও সে বিরক্ত হয়। তবুও আমি সব মেনে নিয়ে ১২ বছর সংসার করে গেছি। এখন আমার স্ত্রীর বন্ধ্যত্বের সমস্যাও আছে। সবাই বলছে—বাড়িতে আরেকটি বিয়ে করতে। তবে, আমার স্ত্রী সেটি চায় না। আমার আর্থিক অবস্থাও ভালো। এখন আমার প্রশ্ন হলো, সন্তানের প্রয়োজনে দ্বিতীয় বিয়ে করলে কি স্ত্রীর প্রতি অবিচার হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম কথা হচ্ছে, আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন, তাই আপনার তাঁর প্রতি অনুরাগ বেশি। তাই, দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারছেন না। তাঁর অনুমতির খুব প্রয়োজন মনে করছেন। ইসলাম এটাকে বাধ্যতামূলক করে দেয়নি। আপনি চাইলে বিয়ে করতে পারবেন। কিন্তু, অবশ্যই সে ক্ষেত্রে স্ত্রীদের প্রতি ইনসাফ ঠিক রাখতে হবে। স্ত্রীদের দায়িত্ব নিতে হবে। এখন যেহেতু আপনার আর্থিক অবস্থা ভালো, সেহেতু আরেকটি বিয়ে করতে পারেন। দ্বিতীয়ত, আপনি বলেছেন আপনার স্ত্রী আপনার কাছে তালাক চাইছেন। তিনি যদি তালাক চান, আপনার উচিত তালাক দেওয়া। কারণ, আপনি তার অনেকগুলো ত্র্রুটির কথা বলেছেন। এত ত্র্রুটির পর তাঁকে সহনশীল হওয়া উচিত। কিন্তু, সেখানে সে উল্টো চাপ তৈরি করছে। সে ক্ষেত্রে সে যদি তালাক চায়, তাহলে আপনার জন্য উত্তম হলো তালাক দেওয়া।